কবি ফররুখ এবার কর তুমি বিশ্রাম,
পাঞ্জেরিকে ডাকতে হবেনা ফেলে ঘাম।
ফররুখ এবার দাও তুমি আরামের ঘুম।
ফেরদাঊসের মাটিকে দিয়ে চুম।
পাঞ্জেরিকে ডাকতে হবেনা ফেলে ঘাম।
ফররুখ এবার দাও তুমি আরামের ঘুম।
ফেরদাঊসের মাটিকে দিয়ে চুম।
পাঞ্জেরিকে নিয়ে করোনা আর
দুঃখ কিংবা অযথা দুশ্চিন্তা।
পাঞ্জেরি মোদের এসে গেছে
দেখিয়ে দিয়েছে রাস্তা।
দুঃখ কিংবা অযথা দুশ্চিন্তা।
পাঞ্জেরি মোদের এসে গেছে
দেখিয়ে দিয়েছে রাস্তা।
ঐ দেখ সাঈদী হাঁটে নির্ভিক পদে,
হাতে আল্লাহ্র কালাম লয়ে।
গোলাম আযম আজও জেলে,
এই অশীতিপর বয়সে।
হাতে আল্লাহ্র কালাম লয়ে।
গোলাম আযম আজও জেলে,
এই অশীতিপর বয়সে।
মুজাহিদ, কামারুজ্জামান, নিজামী,
আরো আছে সেই সারিতে
কাদের মোল্লা, কাশেম আলী।
দীপ্ত পায়ে তাদের পথে হাঁটি।
আরো আছে সেই সারিতে
কাদের মোল্লা, কাশেম আলী।
দীপ্ত পায়ে তাদের পথে হাঁটি।
এবার ফররুখ কর বিশ্রাম।
বিপ্লবের প্রহর গুণতে গুণতে,
আর ফেলতে হবে না
অনেক সাধের রক্তঘাম।।
বিপ্লবের প্রহর গুণতে গুণতে,
আর ফেলতে হবে না
অনেক সাধের রক্তঘাম।।