আমি আহমেদ আফগানী। রাজনীতি করি, ব্লগিং করি, অনলাইনে দাওয়াহর কাজ করি, ইতিহাস নিয়ে কাজ করতে পছন্দ করি। মানবাধিকার নিয়ে সোচ্চার থাকি। ইসলামকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি। পেশায় কৃষক, কন্টেন্ট রাইটার, ফ্রিল্যান্সার।
আমার জন্ম ১৯৮৯ সালে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। নোয়াখালী আমার নানার বাড়ি। এখানেই বেড়ে উঠেছি। আম্মুর চাকুরির সুবাদে শৈশব নানার বাড়িতে কাটিয়েছি। আমার দাদার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।
১৯৯৫- নোয়াখালীর মাইজদীতে নিজেদের বাসায় চলে আসি।
১৯৯৭- নোয়াখালী জিলা স্কুলে ক্লাস থ্রি-তে আমার প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু হয়।
২০০০- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করি।
২০০৩- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী শপথ গ্রহণ করি।
২০০৫- নোয়াখালী জিলা স্কুল থেকে SSC পরীক্ষায় অংশগ্রহণ করি।
২০০৭- নোয়াখালী সরকারি কলেজ থেকে HSC পরীক্ষায় অংশগ্রহণ করি। একই বছর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য শপথ গ্রহণ করি।
২০০৮- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এ EEE ডিপার্টমেন্টে ভর্তি হই।
২০১২- গ্র্যাজুয়েশন কমপ্লিট করি।
২০১৩- স্বৈরাচারবিরোধী ও বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ ও এরেস্ট হই। একই বছর জুন মাসে জামিনে মুক্ত হই এবং জুলাই মাসে আবার এরেস্ট হই। অতঃপর অক্টোবর মাসে জামিনে মুক্ত হই।
২০১৫- ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা থেকে কেন্দ্রে স্থানান্তরিত হই।
২০১৭- ডিসেম্বরের ২৩ তারিখ ছাত্রশিবির থেকে বিদায় নিই ও ২৯ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হই।
২০১৮- জানুয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করি। ডিসেম্বরে সদস্য শপথ গ্রহণ করি।
২০১৯- মার্চ মাসে কন্যা সন্তানের পিতা হই।
২০২০ - প্রথম বই 'বঙ্গকথা' লিখা হয়েছে।
২০২১ - দ্বিতীয় বই 'দ্বীন প্রতিষ্ঠায় রাসূল সা.' লিখা হয়েছে।
২০২৩ - ফেব্রুয়ারি মাসে ২য় সন্তানের (ছেলে) পিতা হই। অক্টোবর মাসে প্রথম বই বঙ্গকথা প্রকাশিত হয়
আল্লাহ আপনাকে উভয়ই জগতে তার রহমতের চাদরে আবৃত রাখুক। এবং দুনিয়ায় প্রেরিত প্রতিনিধি হিসেবে কবুল করুন। আখলাক ও আধ্যাত্মিকতার সমন্বয়ে ইসলামি পুনার্জাগরণের রাহবার হিসেবে কবুল করুন
উত্তরমুছুনAmeen ya rabbul alameen..
মুছুনআমার সাহসী ❤️
উত্তরমুছুনবঙ্গকথা বইটি প্রকাশ করার আবেদন রইলো। সম্ভব না হলে পিডিএফ আকারে উন্মুক্ত করে দেয়ার অনুরোধ রইলো।
উত্তরমুছুনআপনার লেখা প্রথম পড়েছিলাম মাসিক প্রেরণা তে।আজ আপনাকে নিয়ে জানলাম।আল্লাহ আপনার লেখায় বারাকাহ দিন।
উত্তরমুছুনআপনার বই গুলো pdf আকারে বের প্রকাশ করলে ভালো হতো।
উত্তরমুছুন২০১৫ সালে সদ্য প্রতিষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়া প্রবাহ কোচিং সেন্টারে আপনার সাথে প্রথম দেখা।
উত্তরমুছুনযেখানে আপনি তথ্য প্রযুক্তির উপর একটি প্রোগ্রাম পরিচালনা করছিলেন।
সেই দিন থেকে আপনার একজন বড় ধরনের ফ্যান হয়ে গেলাম।